ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে ইইউ’র মধ্যে মতবিরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে ইইউ’র মধ্যে মতবিরোধ

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ১৮টি নিষেধাজ্ঞা জারির পর স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের বিরুদ্ধে একই নীতিতে নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ বলেছেন, গাজায় ইসরায়েলের কার্যক্রম ‘যুদ্ধাপরাধের বিপর্যয়কর পরিস্থিতি’ এবং এজন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল করে কঠোর নিষেধাজ্ঞা জারি করা উচিত। আয়ারল্যান্ড স্পেনের অবস্থানকে সমর্থন করেছে।

সম্প্রতি ইইউ নেতাদের কাছে একটি গোপন রিপোর্ট পৌঁছেছে, যেখানে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হওয়া, ত্রাণ ও মানবাধিকার কর্মীদের লক্ষ্যবস্তু করা এবং খাদ্য-ঔষধ প্রবেশে বাধা দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই সবকিছু মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে ইইউ’র ২৭ সদস্য দেশের মধ্যে এ বিষয়ে ঐকমত্য নেই। নিষেধাজ্ঞা আরোপের জন্য সব দেশের সম্মতি প্রয়োজন। যদিও স্পেন ও আয়ারল্যান্ড পক্ষে, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া ও অস্ট্রিয়া এখনো ইসরায়েলের পক্ষে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ইইউ’র উপর নির্ভরশীল, বছরে প্রায় ৫০ বিলিয়ন ডলারের বাণিজ্য ইসরায়েল ও ইইউ’র মধ্যে হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও আছে। তারা মনে করেন, আংশিক নিষেধাজ্ঞা হলেও বাস্তবে তা আরোপ হবে না। এই বিতর্কের মূল উদ্দেশ্য হলো ইসরায়েলকে সতর্ক করা। তবে যদি ইসরায়েল একই নীতি অব্যাহত রাখে, ইইউ আরো কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।