এশিয়ান কাপে নারীদের বাছাইতে বাংলাদেশের দারুণ জয়: বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে মনিকা-রুপনা দল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
এশিয়ান কাপে নারীদের বাছাইতে বাংলাদেশের দারুণ জয়: বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে মনিকা-রুপনা দল

এশিয়ান কাপে নারীদের বাছাই ফুটবলে বাহরাইন ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকলেও বাংলাদেশের নারী ফুটবল দল মনিকা চাকমা ও রুপনা চাকমার নেতৃত্বে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধেই তহুরা খাতুনের জোড় গোলের সাহায্যে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়।

মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে মাত্র দশম মিনিটে শামসুন্নাহার জুনিয়র দ্রুত গতিতে অফসাইড ফাঁদ ভাঙে এবং বাম পায়ের চিপ শটে প্রথম গোল করেন। এরপর ঋতুপর্ণা চাকমা ১৫ মিনিটে বাঁকানো শটে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ আক্রমণাত্মক থাকলেও কিছু সুযোগ নষ্ট হয়। ৪০ মিনিটে মনিকার কর্নার থেকে মারিয়ার আড়াআড়ি ক্রসে ডিফেন্ডারের পায়ের স্পর্শে গোল হয়। প্রথমার্ধের শেষ সময় তহুরা এবং শামসুন্নাহার জুনিয়র গোল করে ব্যবধান ৫-০ করে।

বিরতির পরও বাংলাদেশ আক্রমণ অব্যাহত রেখে ৬০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোল পায় এবং ৭৪ মিনিটে মুনকি আক্তার দৃষ্টিনন্দন গোল করেন।

পরবর্তী ম্যাচে ২ জুলাই বাংলাদেশ স্বাগতিক মিয়ানমারের বিরুদ্ধে খেলবে, যেখানে স্বাগতিকরা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে।

বাংলাদেশের প্রথম একাদশ:
রুপনা চাকমা, শিউলি আজিম, আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র।