গাজায় আগ্রাসন বন্ধে ট্রাম্প-নেতানিয়াহুর পরিকল্পনা: হামাসকে বিতাড়িত করে চার আরব দেশের হাতে গাজার শাসনভার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
গাজায় আগ্রাসন বন্ধে ট্রাম্প-নেতানিয়াহুর পরিকল্পনা: হামাসকে বিতাড়িত করে চার আরব দেশের হাতে গাজার শাসনভার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আগ্রাসন বন্ধে একমত হয়েছেন এবং বিতর্কিত আব্রাহাম চুক্তি সম্প্রসারণে কাজ করছেন। তাদের পরিকল্পনায় রয়েছে গাজা থেকে হামাসকে সম্পূর্ণরূপে বিতাড়িত করে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির শাসনভার চারটি আরব দেশের হাতে তুলে দেওয়া।

টাইমস অব ইসরায়েলের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য দুই সপ্তাহের মধ্যে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছেন। তাদের ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলি কৌশলমন্ত্রী রন ডারমারও ছিলেন। পরিকল্পনায় সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ চারটি আরব দেশ গাজার শাসনভার নেওয়ার প্রস্তাব রয়েছে, বাকি দুটি দেশের নাম প্রকাশ করা হয়নি।

এছাড়া, গাজার পুনর্গঠনের অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি অভিবাসন চাইবেন, তাদের গ্রহণ করবে একাধিক দেশ। পাশাপাশি, যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে পারে, যা সৌদি আরব ও সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক হতে পারে বলে হিব্রু গণমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে।