গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭২ ফিলিস্তিনি নিহত, আহত ১৭৪
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১৭৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিহতের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো ব্যক্তিরাও রয়েছেন।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় মোট ৫৬ হাজার ৩৩১ জন নিহত এবং এক লাখ ৩২ হাজার ৬৩২ জন আহত হয়েছেন। গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত প্রায় ২০ মাস ধরে অব্যাহত রয়েছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে।
সংশ্লিষ্ট আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে), ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলা দায়ের করেছে।
আপনার মতামত লিখুন