দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শনিবার (২৯ জুন) স্থানীয় সময় একটি ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পটি ফিলিপাইনের দাভাও অক্সিডেন্টাল প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গভীরে উৎপন্ন হয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সারাঙ্গানির দ্বীপে দায়িত্বে থাকা একজন উদ্ধারকর্মী মারলাউইন ফুয়েন্তেস বলেন, “ভূমিকম্পটি তেমন শক্তিশালী ছিল না, তবে আমাদের কার্যালয়ের টেবিল এবং কম্পিউটারগুলো কয়েক সেকেন্ড কেঁপে ওঠে।”

ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রসঙ্গত, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর অংশ হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। এই অঞ্চলটি জাপান থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত, যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির তীব্র কার্যকলাপ দেখা যায়।

যদিও বেশিরভাগ ভূমিকম্প তুলনামূলকভাবে দুর্বল হয় এবং মানুষ তা টেরও পায় না, তবে মাঝেমধ্যে শক্তিশালী ও ধ্বংসাত্মক ভূমিকম্পও এলোমেলোভাবে আঘাত হানে— যা কখন ও কোথায় ঘটবে তা পূর্বাভাস দেওয়া এখনো সম্ভব হয়নি।