নাজমুল হোসেন শান্তের সেঞ্চুরির স্মরণীয় কীর্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
নাজমুল হোসেন শান্তের সেঞ্চুরির স্মরণীয় কীর্তি

শেষবার কখন একজন বাংলাদেশি ক্রিকেটার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন? এই প্রশ্নের উত্তর খুব কঠিন নয়। ২০২৩ সালে নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে এই বিরল কীর্তি গড়েন। প্রথম ইনিংসে তিনি করেন ১৭৬ রান এবং দ্বিতীয় ইনিংসে থামেন ১২৪ রানে। এর আগে এই সাফল্যটি শুধুমাত্র মুমিনুল হকেরই ছিল, যিনি ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন।

নাজমুল শান্তের সামনে ছিল আরও অনেক সাফল্যের সুযোগ। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার ক্ষেত্রে তিনি নতুন ইতিহাস রচনা করতে পারতেন। গলের প্রথম টেস্টে তিনি ৫ম দিনের লাঞ্চের আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮৯ রান করেন এবং লাঞ্চের পর মাত্র ২২ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি ছিল, যা তাকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরিকারীতে পরিণত করে।

এছাড়া শান্তের কীর্তি ছিল আরো একধাপ এগিয়ে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। নিজে অধিনায়ক থাকার সময় এটি তার তৃতীয় সেঞ্চুরি। মুশফিকুর রহিমের রয়েছে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি, আর মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল এবং হাবিবুল বাশারের ছিল ২টি করে।

বিশ্ব ক্রিকেটে শান্তের নামও এখন বড় মহারথীদের সঙ্গে উঠেছে। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে তিনি ১৫তম ক্রিকেটার যিনি একই টেস্টের দুই ইনিংসে দুইবার সেঞ্চুরি করেছেন। এই তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং এবং সুনীল গাভাস্কার, যাদের মধ্যে তিনজনই তিনবার এই কৃতিত্ব অর্জন করেছেন।

সংক্ষেপে, নাজমুল হোসেন শান্তের কীর্তি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ স্থান তৈরি করেছে, যেটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।