ফ্লামেঙ্গোর জয়ে ফ্লপ চেলসির গ্রুপ পর্বে সংকট

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো শুক্রবার ক্লাব বিশ্বকাপে ইউরোপের শক্তিশালী দল চেলসিকে ৩-১ গোলে পরাজিত করেছে। ম্যাচে বদলি হিসেবে নেমে প্রধান ভূমিকা পালন করেন ব্রুনো হেনরিক, যিনি একটি গোল করেন এবং আরেকটি গোল করিয়েছেন।
প্রথমার্ধে চেলসি প্রথমে এগিয়ে যায় পেদ্রো নেতোর গোলের মাধ্যমে, যা ১৩তম মিনিটে ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ওয়েসলির ভুল থেকে আসে। কিন্তু এরপর পুরো ম্যাচ জুড়ে দাপট দেখায় ফ্লামেঙ্গো। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মাঠে নামা ব্রুনো হেনরিক মাত্র ছয় মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে আনে। তিন মিনিট পর নিজের হেডার থেকে গোল করানোর মাধ্যমে দলকে এগিয়ে নেন।
৬৮ মিনিটে চেলসির বদলি খেলোয়াড় নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখে মাঠ থেকে ছিটকে যান, যা দলকে ১০ জনে নামিয়ে আনে। শেষ দিকে ওয়ালেস ইয়ান বদলি হিসেবে নামা অবস্থায় ফ্লামেঙ্গোর পক্ষে তৃতীয় গোল করে ম্যাচটি প্রায় নিশ্চিত করে দেন।
এই জয়ে ফ্লামেঙ্গো গ্রুপ ‘ডি’ থেকে শেষ ষোলো নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে, দুই ম্যাচে দুই জয় নিয়ে। অন্যদিকে, চেলসি প্রথম ম্যাচে জয় সত্ত্বেও এই হারের কারণে গ্রুপ পর্বে বিপদে পড়ে গেছে। তাদের পরবর্তী ম্যাচ হবে তিউনিশিয়ার এস্পেরাঁসের বিরুদ্ধে।
এর আগে পিএসজির বিপক্ষে বোটাফোগোও জয় তুলে নিয়েছে, যা দক্ষিণ আমেরিকার ক্লাবগুলোর এই টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ড ৯ ম্যাচে উন্নীত করেছে। এই ফলাফল প্রমাণ করছে, দক্ষিণ আমেরিকার দলগুলো ক্লাব বিশ্বকাপে যথেষ্ট প্রতিযোগিতামূলক অবস্থানে আছে।
আপনার মতামত লিখুন