বরিশালের ক্রিকেট ঐতিহ্য ফিরিয়ে আনবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছেন, দীর্ঘদিন ধরে বরিশালে ক্রিকেট লীগ না হওয়ায় এখানকার খেলোয়াড়রা অবিচার পেয়েছে, সেটি দ্রুতই সংশোধন করা হবে। তিনি বলেন, বরিশালের ক্রিকেট হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার সময় এসেছে।
রোববার (২৯ জুন) সকাল বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। বুলবুল বলেন, ঢাকা থেকে বরিশালে মাত্র আধা ঘণ্টার আকাশপথে যাওয়া যায় এবং বরিশালে বিপিএল আয়োজনের চিন্তাভাবনা চলছে।
তিনি আরও জানান, বরিশালে ১০-১৫ বছর ধরে কোনো ক্রিকেট লীগ, কোচিং কিংবা আম্পায়ারিং কোচিং নেই, যা লজ্জাজনক বিষয়। এই অবস্থা অনেক প্রতিভাবান ক্রিকেটার নষ্ট করেছে। তাই এখন সময় এসেছে নতুন করে বরিশালে ক্রিকেটকে প্রাণবন্ত করে তোলার।
বিসিবি সভাপতির এই ঘোষণা বরিশালের স্থানীয় ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ ও তরুণ ক্রিকেটারদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।
আপনার মতামত লিখুন