শান্তিপূর্ণ হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে: ট্রাম্পের ইঙ্গিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
শান্তিপূর্ণ হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে: ট্রাম্পের ইঙ্গিত

ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার আগ্রহ দেখায়, তাহলে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে— এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজ–এ প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয় এবং আর কোনো ক্ষতির চেষ্টা না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।”

তিনি আরও বলেন, “কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ আচরণ অনেক বেশি কার্যকর হতে পারে। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য বড় পরিবর্তন বয়ে আনতে পারে।”

তবে একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে সাম্প্রতিক হামলা চালানোর আগে তেহরান তাদের ইউরেনিয়াম সরাতে পারেনি। তার ভাষায়, “আমরা আগাম খুব একটা সতর্কবার্তা দিইনি। তারা কিছু সরিয়ে নিতে পারেনি, এমনকি ভাবতেও পারেনি আমরা এটা করব। ইউরেনিয়াম একধরনের ভারী ও বিপজ্জনক পদার্থ— এটা তাড়াহুড়ো করে সরানো যায় না।”

তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান এখন ‘ক্লান্ত ও দুর্বল’ হয়ে পড়েছে, এবং বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। ট্রাম্প বলেন, “আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে কিছু করতে পারবে না। তারা আর পারছে না।”

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত ‘আব্রাহাম চুক্তি’ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, “ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক এই চুক্তিতে আরও কিছু দেশ আগ্রহ দেখিয়েছে।” যদিও এখনই কোনো দেশের নাম প্রকাশ করতে চাননি তিনি।

ট্রাম্প জানান, এই চুক্তিতে এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দেশ যুক্ত হয়েছে এবং তিনি আশা করছেন, অচিরেই আরও দেশ এতে যোগ দেবে। তার মতে, ইরানই এই অঞ্চলের স্থিতিশীলতার পথে সবচেয়ে বড় বাধা ছিল।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত, পারমাণবিক কর্মসূচি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। শান্তির বার্তা দেওয়ার মধ্যেও ট্রাম্প যে শক্তি প্রদর্শনের কৌশল আঁকড়ে ধরেছেন, তা তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে।