শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজের পর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার সকালে আগামী ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
আগামী ২ জুলাই প্রথম ওয়ানডে কলম্বোতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫ ও ৮ জুলাই। কলম্বো ও পাল্লেকেল্লেতে হবে ম্যাচগুলো, যেগুলো বিকেল ৩টায় শুরু হবে।
আপনার মতামত লিখুন