ইসরায়েল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি, প্রতিহত করার দাবি তেল আবিবের

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফের ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। রোববার ভোরে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করা হয় এবং প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে।
এই হামলার কয়েক ঘণ্টা পর হুথিদের এক মুখপাত্র দাবি করেন, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে হুথিদের বিরুদ্ধে কঠোর নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথি বিদ্রোহীরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এই হামলাগুলো বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে।
তবে হুথিদের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের উন্নত প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে বা লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। এর জবাবে ইসরায়েলও প্রায়শই ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা বিশ্বব্যাপী নিরাপত্তা ও অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন