অসদাচরণ ও পলায়নের অভিযোগে এনবিআরের প্রথম সচিব সাময়িক বরখাস্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
অসদাচরণ ও পলায়নের অভিযোগে এনবিআরের প্রথম সচিব সাময়িক বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। সূত্রে জানা যায়, তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর নির্ধারিত সময়ে দেশে ফিরে আসেননি। এমনকি তাকে একাধিকবার ই-মেইলের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

এ অবস্থায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) ধারায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ওই বিধিমালার ১২(১) ধারায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।