জাতীয় প্রতীক ‘শাপলা’কে নির্বাচনি প্রতীক না করার নীতিগত সিদ্ধান্ত ইসির

জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত ‘শাপলা’কে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক হিসেবে বরাদ্দ না দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
সম্প্রতি নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা চেয়ে আবেদন করে। একইসঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা দাবি করেছে। তবে জাতীয় প্রতীক হিসেবে শাপলার ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার নেতৃত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
কমিশনার মাছউদ জানান, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না এবং এটি নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যুক্ত করা হবে না। তিনি বলেন, “আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে শাপলা জাতীয় প্রতীক, তাই এটি নির্বাচন প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার নির্বাচন কমিশন আগের ৬৯টি প্রতীকের সংখ্যা বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক বরাদ্দের পরিকল্পনা করছে। এই লক্ষ্যে নির্বাচনি প্রতীক তালিকার তফসিল সংশোধন করে তা ভেটিংয়ের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
কমিশনার আরও জানান, জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইন যথেষ্ট স্পষ্ট, এবং তা অনুসরণ করেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
আপনার মতামত লিখুন