দুই শতাধিক এনবিআর কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন আন্দোলনকারীরা

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলনের ইস্যুতে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে মঙ্গলবার দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী ক্ষমা চেয়েছেন।
আগারগাঁও রাজস্ব ভবনে ব্যাচভিত্তিক অনুষ্ঠিত এ সাক্ষাৎকারে তারা নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত বেশ কিছু কর্মকর্তাও এই পদক্ষেপে অংশগ্রহণ করেন।
আয়কর বিভাগের ক্যাডার কর্মকর্তারা ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯, ২৮ ব্যাচের প্রতিনিধিত্বে ক্ষমা চেয়ে মাঠের কাজের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।
সদ্য পদোন্নতি পাওয়া অর্ধশতাধিক কর্মকর্তাও এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ ও দেশীয় স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল আচরণ ও রাজস্ব আদায়ে মনোযোগী হতে পরামর্শ দেন।
গতকাল এনবিআর চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যারা দায়িত্বশীলভাবে কাজ করবেন তাদের ভয়ের কোনো কারণ নেই। কিছু বড় ধরনের সীমা লঙ্ঘনের ঘটনা ভিন্নভাবে দেখা হবে, তবে সাধারণ কর্মকর্তাদের কোনো ভয়ের কারণ নেই।
গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার সরকারি অধ্যাদেশের প্রতিবাদে এনবিআর কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে শীর্ষ ব্যবসায়ী নেতাদের অনুরোধে আন্দোলন প্রত্যাহার হয়। এরপর থেকে সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও দুদকের অনুসন্ধানের মতো ঘটনার কারণে এনবিআরের কর্মকর্তাদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
আপনার মতামত লিখুন