প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দেবে ইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দেবে ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়া সভায় অন্যান্য চার কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট প্রদান প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, পূর্বের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট খুব একটা পাওয়া যেত না, তবে এবার নতুন ব্যবস্থায় তা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিই এবার ভোট দিতে পারবেন।