বিগত তিন নির্বাচনের বৈধতা নিয়ে ইতিবাচক ‘রায়’ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচনে অনুমতি দেওয়া হবে না: সিইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ
বিগত তিন নির্বাচনের বৈধতা নিয়ে ইতিবাচক ‘রায়’ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচনে অনুমতি দেওয়া হবে না: সিইসি

বিগত তিনটি নির্বাচনকে বৈধ হিসেবে ‘রায়’ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কানাডার হাইকমিশনারের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির তথ্য প্রদান করেছে। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য নেয়া উদ্যোগ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিষয়েও অবহিত করা হয়েছে। কানাডার পক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে এবং তারা এই ইস্যুতে কমিশনকে পরামর্শ দেবে। কানাডা নির্বাচন কমিশনের বর্তমান কমিটমেন্টে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বিভিন্ন প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

নাসির উদ্দিন আরও বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন, ইইউসহ বিভিন্ন পক্ষ থেকে চিঠি পাওয়া গেছে। তবে, বিগত তিন নির্বাচনে ‘ভালো’ সার্টিফিকেট দেওয়া সেই বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমতি দেয়া হবে না।