সিইসি এ এম এম নাসির উদ্দিন: ভোটের অধিকার প্রতিষ্ঠায় ১৫ বছর লড়াই, এখনও অপেক্ষা চলছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
সিইসি এ এম এম নাসির উদ্দিন: ভোটের অধিকার প্রতিষ্ঠায় ১৫ বছর লড়াই, এখনও অপেক্ষা চলছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গত ১৫ বছর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, ভোটাররা যখন নির্বিঘ্নে ভোট দিয়ে স্বাধীনভাবে ঘরে ফিরতে পারবে, তখনই সত্যিকারের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। তবে এখনো সেই অবস্থানে পৌঁছানো হয়নি।

মঙ্গলবার (৮ জুলাই) আরএফইডির ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড বিতরণ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সুষ্ঠু ভোট হয়েছে, তাহলে ২০২৫ সালে ও ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হবে।”
তবে ভোটের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়ে তিনি সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান জানান।