৪৮তম বিশেষ বিসিএসে ৩২ বছর বয়সী চিকিৎসকও পরীক্ষায় বসতে পারবে: হাইকোর্টের নির্দেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ

হাইকোর্ট ৪৮তম বিশেষ বিসিএসের চিকিৎসক পদে ৩২ বছরের বেশি বয়সীদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে পিএসসিকে নির্দেশ দিয়েছে। এ আদেশ রিট আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বুধবার (৯ জুলাই) হাইকোর্টের একটি বেঞ্চ রিটের শুনানি শেষে এই আদেশ প্রদান করে। চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত রিটকারীদের পরীক্ষায় বসানোর নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে রুল জারি করা হয়েছে।
আপনার মতামত লিখুন