আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ করে দিতে নানা নতুন তত্ত্ব হাজির করা হচ্ছে, এবং বিভিন্ন ফিলোসোফির আড়ালে আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশে হস্তক্ষেপের দরজা খুলে দিচ্ছে। দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেই এই চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, সংস্কার নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে মতামত দিতেই পারে, তবে তা এই প্রমাণ করে না যে তারা নির্বাচনবিমুখ বা নির্বাচন পিছিয়ে দিতে চায়। বিতর্ক বা আলোচনা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগ সরকারের পতন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসন শেষ হয়েছে, শেখ হাসিনা চলে গেছেন—এটা কোনো আত্মতৃপ্তির বিষয় নয়। কারণ, ব্যক্তি হাসিনার বিদায়ের পরেও রাষ্ট্রের প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে ফ্যাসিবাদের অনুগামীরা এখনও সক্রিয়ভাবে অবস্থান করছে। তাই একজন নেতার বিদায়ে দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেনি। যাঁরা এই আদর্শ বহন করছে, তারা এখনো দেশের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। নতুন বাংলাদেশ গড়ার পথে তাদের রুখে দাঁড়ানো জরুরি বলে তিনি মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন