গণঅভ্যুত্থানের পরে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর মুজিববাদী ও আওয়ামী লীগের সংবিধান পরিবর্তন করে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন জরুরি। এমন সংবিধানে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান এবং ব্রিটিশবিরোধী লড়াইয়ের ইতিহাস সুনিশ্চিতভাবে জায়গা পাবে। তিনি বলেন, গত ৫০ বছর ধরে মুজিববাদী ও আওয়ামী লীগের সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং সমাজ ও রাষ্ট্রকে বিভক্ত করেছে। এ সংবিধান দেশকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করতে পারেনি।
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অনুষ্ঠিত পথসভা ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের ঘটে যাওয়া গুম-খুনের প্রতিটি ঘটনায় বিচার হওয়া প্রয়োজন। বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে যাবে না। দেশের সংস্কার দরকার, এমন সংস্কার যা কেউ স্বৈরাচারী হওয়ার সুযোগ পাবে না।
বসুন্ধরা গ্রুপকে মাফিয়া আখ্যায়িত করে তিনি বলেন, এই গ্রুপ দেশের মিডিয়া, রাজনীতি ও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে জনগণকে জিম্মি করেছে এবং ব্যাংক লুট করেছে। বসুন্ধরা গ্রুপ ও এস আলমের দুর্নীতি ও লুটেরাজের বিচার দাবি করেন তিনি। এ ধরনের ব্যবসায়ীদের রাজনৈতিক আশ্রয় বন্ধ করতে হবে এবং অন্তর্বর্তী সরকারকেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান করেছে এমন প্রজন্ম কাউকে ভয় পায় না, যারা পুলিশের বুলেটের মুখোমুখি হয়েছে। ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করলে তা ব্যর্থ হবে।
পদযাত্রায় বাধা প্রদানের বিষয়ে নাহিদ ইসলাম জানান, সিরাজগঞ্জ ও নাটোরে এনসিপির পদযাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো আঘাত বা বাধা তারা মেনে নেবেন না।
পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন