জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করতে হবে। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এজন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে এবং সংবিধানে এদের স্বীকৃতি দিতে হবে। এই প্রক্রিয়ায় কোনো টালবাহানা বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে এবং এবারের যাত্রা দেশ গঠনের। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের বাধা দিয়েছিল, তারা আর দেশে ঠাঁই পায়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি ভালো হবে না।
নাহিদ ইসলাম আশ্বস্ত করেন, এনসিপির ওপর আস্থা রাখতে। গণঅভ্যুত্থানের সময়ের মতোই তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং দেশের গঠনকে কেন্দ্র করে কোনো রকম আপস হবে না। তিনি বলেন, দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে। এই ইশতেহার সামনে আগামীর বাংলাদেশের পথপ্রদর্শক হবে।
সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণ দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন চায় এবং গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, তাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুনভাবে সাজানো। তারা মানুষের মুক্তি এবং স্বৈরাচার থেকে মুক্তির পক্ষে দৃঢ়প্রতিজ্ঞ এবং কোনো ভয়ে তারা ভীত নন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তারা এগিয়ে যাবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিনসহ নাটোর জেলা এনসিপির নেতারা।
আপনার মতামত লিখুন