নাহিদ ইসলাম: বিএসএফের আগ্রাসন মেনে নেওয়া হবে না, হলে লং মার্চের ঘোষণা দিবো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের মাধ্যমে আগ্রাসন চালাচ্ছে। তিনি কঠোরভাবে জানান, আমরা এসব আগ্রাসন আর মেনে নেব না এবং সীমান্তে ভারতীয় বাহিনীর দাদাদের বাহাদুরির দিন শেষ। যদি ভবিষ্যতে আরও আগ্রাসন চালানো হয় বা আমাদের ভাইদের হত্যা করা হয়, তবে লং মার্চের ঘোষণা দেওয়া হবে।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে এসেছি যা একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ চাই যেখানে মৌলিক সংস্কার ও গণত্যাকারীদের বিচার হবে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে এবং সেটাকে সায় দিয়ে দিল্লির সরকারও সীমান্তে হত্যাকাণ্ড চালিয়েছে। তবে বাংলাদেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় লড়াই অব্যাহত থাকবে এবং ভারত আর কোনোদিন আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যার মধ্যে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
আপনার মতামত লিখুন