‘মাননীয়’ শব্দ থেকেই স্বৈরতন্ত্রের জন্ম হয়: মির্জা ফখরুল

‘মাননীয়’ শব্দ থেকেই অটোক্রেসির জন্ম হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বা স্পিকারের নামের আগে ‘মাননীয়’ বলা কি আমরা বাদ দিতে পারি না? আমার মনে হয়, এই ‘মাননীয়’ শব্দ থেকেই স্বৈরতন্ত্রের বীজ রোপিত হয়। মানুষের মধ্যে এক ধরনের শ্রেষ্ঠত্বের ভাব তৈরি হয়, যেখান থেকে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়।”
বিতার্কিকদের উদ্দেশে তিনি বলেন, “ভিন্নমত দমন নয়, বরং তা প্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। কেউ কারও মতের সঙ্গে একমত না হলেও, মত প্রকাশের অধিকার রক্ষা করাই গণতন্ত্রের সৌন্দর্য। সেই অধিকারকে সুরক্ষার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
মির্জা ফখরুল আরও বলেন, “আমি আশাবাদী, বাংলাদেশে একদিন আরও ভালো সময় আসবে। এই দেশেই আমরা মাথা উঁচু করে দাঁড়াব, সম্মানের সঙ্গে বাঁচব—এই স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে।”
আপনার মতামত লিখুন