কক্সবাজার চকরিয়ায় চার পলাতক আসামি গ্রেপ্তার, একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজনসহ চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (৪২) পশ্চিম কোণাখালী ইউনিয়নের কোণাখালী এলাকার মোস্তাক আহমদের ছেলে, হুমায়ুন কবির (৪৫) পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমণি লালব্রিজস্থ বাইস্যাপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে, আবদুল মান্নান (৩১) কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে এবং এহেছানুল কবির (২৮) হারবাং ইউনিয়নের বাজারপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে এই চার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
আপনার মতামত লিখুন