কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেড এলাকার একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে জ্যান্ট এক্সেসরিজ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল জানান, ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনীর একটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) জানিয়েছে, শুক্রবার কারখানাটি বন্ধ থাকায় ভেতরে কোনো শ্রমিক উপস্থিত ছিলেন না। ফলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। কারখানা কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়, তা এখনো জানা যায়নি। আগুনে কারখানাটির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।