কুড়িগ্রামে “আমার চোখে জুলাই বিপ্লব” আইডিয়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের মূল্যায়ন সভা

“আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত অংশমূলক আইডিয়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শুক্রবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় আয়োজিত এই কর্মসূচির অধীনে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব ক্লাব, স্কাউট-রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের কাছ থেকে মোট ১৬১টি আইডিয়া সংগ্রহ করা হয়েছে। এসব আইডিয়া মূল্যায়নের পর শ্রেষ্ঠ প্রস্তাবগুলো জেলা প্রশাসকের সাথে চূড়ান্ত করা হবে।
সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম. মেজবাহ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার জিনাত সুলতানা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান।
আপনার মতামত লিখুন