বাড়িয়া ইউনিয়নে বিএনপির জোরালো প্রচারণা, ধানের শীষের পক্ষে মুখর পাড়া-মহল্লা

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাড়িয়া ইউনিয়নে সংগঠিতভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে উঠেছে পাড়া-মহল্লা। বাড়ছে জনসম্পৃক্ততা ও ভোটারদের আগ্রহ।
শুক্রবার বড় কয়ের ও ছোট কয়ের গ্রামের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বিশাল মিছিল, যেখানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। মিছিল শেষে নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দলে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীরা জানান, তারা গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সজীব সরকার বলেন, “গত এক সপ্তাহ ধরে আমরা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছি। নির্বাচনের আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে।”
প্রতিদিন উঠান বৈঠক, মিছিল, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রমের মাধ্যমে দলীয় বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ইউনিয়নের ঘরে ঘরে। বাড়িয়া ইউনিয়নে বিএনপির প্রচারণা এখন পূর্ণমাত্রায় সক্রিয় এবং ধারাবাহিক।
স্থানীয় বিশ্লেষকদের মতে, ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আগ্রহ বিএনপির জন্য ইতিবাচক ইঙ্গিত। এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারে।
আপনার মতামত লিখুন