যশোর চৌগাছায় হুইলচেয়ার বিতরণ ও মডেল মসজিদ উদ্বোধন

যশোরের চৌগাছায় অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার বিতরণ এবং একটি মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা সমিতি-ঢাকার উদ্যোগে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও চৌগাছা সমিতি-ঢাকার সভাপতি নাসিমুল গণি সেলিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও চৌগাছা সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, যশোর পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মসুদ রানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
অন্যান্য উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ইছাপুর, তার্নিবাস, কয়ারপাড়া সহ উপজেলার ১১টি ইউনিয়নের ২০০ জন অস্বচ্ছল ও চলাচলে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পরে সকাল ১১টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম কোণে ৪৬ শতক ৮৩ শতাংশ জমির ওপর নির্মিত মডেল মসজিদের উদ্বোধন করেন সিনিয়র সচিব নাসিমুল গণি সেলিম।
অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। একই সঙ্গে চৌগাছাবাসী সিনিয়র সচিবের কাছে একটি মিনি স্টেডিয়ামের দাবিও জানিয়েছেন।
আপনার মতামত লিখুন