শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে আতিকুর রহমানের হুঁশিয়ারি: চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িতরা যেন ভোটের আশা না করে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে আতিকুর রহমানের হুঁশিয়ারি: চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িতরা যেন ভোটের আশা না করে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “দলকে আগে দখলবাজ ও চাঁদাবাজ থেকে মুক্ত করুন, তারপর ক্ষমতার স্বপ্ন দেখুন।” তিনি আরও বলেন, “আমরা চাই, নির্বাচনের আগে এ দেশ সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত হোক। আপনারা চাঁদাবাজি করবেন আর ভোট চাইবেন—এই দিবাস্বপ্ন কোনোদিন পূরণ হবে না।”

শনিবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “বাংলাদেশের এমন কোনো হাট-বাজার নেই যেখানে আপনারা দখল চালাননি। দল চাঁদাবাজদের হাতে তুলে দিয়ে আবার জনগণের ভোট চান—এটা হবে না। আগামী নির্বাচন হবে চাঁদাবাজির বিরুদ্ধে। সন্ত্রাস ও দখলবাজির দলকে মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ।”

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কে এমপি হবে, কে মন্ত্রী হবে—এই হিসাব বাদ দিয়ে আগে দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনুন। তা না হলে আগামী দিনগুলো ভয়ংকর হবে।” শ্রমিক সমাজকে সচেতন করতে এবং জনসংযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম খান। এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, মহিবুল্লাহসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।