সোনারগাঁওয়ে ১২ কেজি গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা থেকে ১২ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাচপুর হাইওয়ে থানার পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, খবর আসে যে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদক পাচার করা হচ্ছে। এরপর লাঙ্গলবন্দ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এতে আটক করা হয় আঃ হাদি (২৮) ও সাকিনুর (২৬) নামের দুই মাদক কারবারিকে। তাদের হেফাজতে থাকা পিকআপ ভ্যানের ভেতর থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা।
গ্রেফতারকৃত আঃ হাদি নেত্রকোণা জেলার মারহাট্টা থানার ইসলাম গ্রামের গনি মিয়ার ছেলে এবং অপর আসামি সাকিনুর লালমনিরহাট জেলার হিরামানিক গ্রামের মকবুল মিয়ার ছেলে।
ওসি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সকালে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন