বরিশালে রাজনৈতিক সহিংসতার মামলায় সাবেক কাউন্সিলর জয়নাল ও মামলার বাদী আলামিন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
বরিশালে রাজনৈতিক সহিংসতার মামলায় সাবেক কাউন্সিলর জয়নাল ও মামলার বাদী আলামিন গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতার একাধিক মামলায় পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন। ১৪ জুলাই কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, জয়নালের বিরুদ্ধে বিএনপি অফিসে ভাঙচুরসহ একাধিক রাজনৈতিক সহিংসতার মামলা রয়েছে।

এদিকে পৃথক আরেক ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার বাদী আলামিনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গণঅধিকার পরিষদের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই দিন, ১৪ জুলাই, আলামিনকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার আদালত শাখার কর্মকর্তা (জিআরও) এনামুল হক।