স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম: জুলাই যোদ্ধাদের রক্তে গড়া নতুন বাংলাদেশ স্মরণীয় ও সম্মানজনক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ নির্মিত হয়েছে। তাদের কেবল নির্দিষ্ট তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করা উচিত।’ সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারের বিজয় সরণী সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে নির্মিত হতে যাচ্ছে এই স্মৃতি স্তম্ভ। উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘জুলাইয়ে নিহত ও আহত যোদ্ধাদের অবদান কখনওই অর্থ দিয়ে পূরণ করা যাবে না, তবে আহতদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি স্মৃতি স্তম্ভটির উদ্দেশ্য তুলে ধরে বলেন, ‘এটি শুধুমাত্র জুলাই দিবসের জন্য নয়, বরং যোদ্ধাদের অবদান প্রতিদিন স্মরণ করার জন্য। এটি তাদের আত্মত্যাগের স্মারক হিসেবে কাজ করবে। এছাড়া, স্মৃতিস্তম্ভটি স্বজন হারানো পরিবারগুলোকে স্মৃতিচারণের সুযোগও দেবে।’
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন