৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার, প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগেও জোর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার, প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগেও জোর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর উদ্যোগ নিতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষায় অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে, কিন্তু শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে যথাযথ কার্যক্রম নেওয়া হয়নি। বর্তমানে স্কুলগুলোর মূল্যায়ন করে র‍্যাংকিং করা হচ্ছে, এবং যেসব স্কুল পিছিয়ে রয়েছে তাদের জন্য বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।

মূল্যায়নে দেখা গেছে, যেসব বিদ্যালয়ের শিক্ষার মান ভালো, সেখানে প্রধান শিক্ষকের নেতৃত্ব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্কের গুণগত দিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। তিনি সুস্পষ্ট ক্যাটাগরি নির্ধারণের ওপর গুরুত্ব দেন যেন নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নারীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিতের কথাও উঠে আসে বৈঠকে। স্কুল ভবন নির্মাণে অন্তত একজন নারী স্থপতিকে কমিটিতে রাখার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা, যাতে নারীদের প্রয়োজন ও সুবিধা বিবেচনায় রেখে অবকাঠামো পরিকল্পনা করা যায়। মেয়েদের জন্য স্কুলে বিশেষ ব্যবস্থা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।