আয়কর জটিলতায় ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ, বিভ্রান্তিতে তিশা

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর না দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ২৫ জন অভিনয়শিল্পীর ব্যাংক হিসাব জব্দ করেছে। এই তালিকায় রয়েছেন মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ আরও অনেকে। রোববার (২২ জুন) এনবিআরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে “নুসরাত ইয়াসমিন তিশা” নামের একজনের উল্লেখ থাকায় অনেকেই বিষয়টি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে গুলিয়ে ফেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর আলোচনা শুরু হয় এবং তিশাকে নিয়ে নানা সমালোচনাও দেখা দেয়।
এ বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিশা। তিনি লেখেন, “সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিশা আরও লেখেন, “আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে আয়কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আশা করি, সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।”
পোস্টের শেষাংশে তিশা তাঁর দর্শক ও ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ীরা, আপনাদের ভালোবাসা ও আস্থা সবসময় আমার সবচেয়ে বড় শক্তি।”
এদিকে এনবিআর জানিয়েছে, যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, নির্দিষ্ট কর পরিশোধ করলেই তাঁদের হিসাব পুনরায় সচল করা হবে।
আপনার মতামত লিখুন