ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক, রাজনৈতিক মহলে নানা আলোচনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক, রাজনৈতিক মহলে নানা আলোচনা

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের (নিবন্ধন স্থগিত) জন্য বরাদ্দকৃত ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত দলটির নামের পাশে ‘নৌকা’ প্রতীক দেখা গেলেও আজ বুধবার সকালে আর সেটি দেখা যায়নি।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার রাতে একটি ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

এর আগে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি মন্তব্যে বলেন, “প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে; প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে; দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।”

বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ রয়েছে, আর বাকি ১৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। জানা গেছে, নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি, যেখানে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও অন্তর্ভুক্ত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও দলটির সঙ্গে দীর্ঘদিন ধরে ‘নৌকা’ প্রতীক সংযুক্ত রাখার বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছিল। এ অবস্থায় নির্বাচন কমিশনের প্রতীক সরিয়ে ফেলার সিদ্ধান্তকে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।