এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তাঁর ব্যক্তিগত সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামের এক নারী এই মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এখনো ডিপজলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।