গোপালগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণা: ‘যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার ডাক নিয়ে এসেছি’

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
গোপালগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণা: ‘যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার ডাক নিয়ে এসেছি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জ এসেছি।” বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, মুজিববাদ ও সন্ত্রাসীদের হাত থেকে গোপালগঞ্জকে মুক্ত করতে হবে। তিনি দাবি করেন, “আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসিনি, শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি। যদি আমরা এখানে বসে ঘোষণা দেই, তাহলে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে গোপালগঞ্জে জমায়েত হবে।”

সমাবেশে আরও বলেন, “মুজিববাদ মুর্দাবাদ। মুজিববাদীদের বাংলাদেশে, গোপালগঞ্জে দাঁড়াতে দেওয়া হবে না।” তার অভিযোগ, “মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই কলুষতা আমরা মুছে ফেলব এবং গোপালগঞ্জকে আবারও পুনরুদ্ধার করব।”

বক্তব্যের শেষ দিকে নাহিদ ইসলাম ‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দিয়ে তার ভাষণ শেষ করেন।