গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৩, আইজিপি বললেন ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইজিপি বলেন, “ধৈর্যের সঙ্গে গোপালগঞ্জের পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাজ করেছে। আমরা লিথ্যাল (প্রাণঘাতী) কোনো অস্ত্র ব্যবহার করিনি, তাই পরিস্থিতি শান্ত করতে কিছুটা সময় লেগেছে।”
তিনি আরও বলেন, “উচ্ছৃঙ্খলতা যতটুকু হয়েছে, তা প্রশমনের সর্বোচ্চ চেষ্টা করছি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।”
বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা দেখা দেয়, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় এনসিপির নেতাকর্মীদের শহর থেকে সরিয়ে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন