নেতানিয়াহুদের বক্তব্য: ফিলিস্তিনিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
নেতানিয়াহুদের বক্তব্য: ফিলিস্তিনিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার নেই

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে, ফিলিস্তিনিদের কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার নেই। তিনি বলেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালাতে পারবে, কিন্তু কোনো সার্বভৌম ক্ষমতা তাদের হাতে দেওয়া হবে না। এসব মন্তব্য করেন তিনি ৭ জুলাই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে।

নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার অধিকার থাকা উচিত, তবে এমন কোনো ক্ষমতা যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে, তা তাদের হাতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, “সামগ্রিক নিরাপত্তাসহ সব সার্বভৌম ক্ষমতা ইসরায়েলের অধীনে থাকবে।”

তিনি আরও বলেন, ইসরায়েল এমন শান্তি চায় যেখানে তাদের প্রতিবেশী ফিলিস্তিনিরা তাদের ধ্বংস করতে চাইবে না এবং যেখানে নিরাপত্তার সার্বভৌম ক্ষমতা সব সময় ইসরায়েলের হাতে থাকবে। নেতানিয়াহু স্পষ্ট করেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না এবং এ ব্যাপারে তাদের শপথ অবিচলিত।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জানি না।”