ফ্রান্সের মার্সেইয়ের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১১০ জন আহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
ফ্রান্সের মার্সেইয়ের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১১০ জন আহত

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের কাছাকাছি একটি দ্রুতগতির দাবানল ছড়িয়ে পড়ে অন্তত ১১০ জন আহত হয়েছেন। দেশটির ইন্টেরিয়র মিনিস্টার ব্রুনো রেটাইলো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ জন দমকলকর্মী রাতভর কঠোর পরিশ্রম করছেন, তবে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ বলেছেন, শহরের মেরিন ফায়ারফাইটার ব্যাটালিয়ন এই দাবানলের বিরুদ্ধে হাতাহাতি মেশিনের মতো লড়াই করছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত ৪০০ জনকে তাদের বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়রা ঘরে থাকার নির্দেশ পেয়েছেন যাতে রাস্তায় ভিড় না হয় এবং জরুরি যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।

দাবানল প্রতি মিনিটে প্রায় ১.২ কিলোমিটার গতিতে ছড়াচ্ছে বলে জানানো হয়েছে। ঝোড়ো বাতাস, ঘন বনভূমি ও খাড়া পাহাড়ি ঢালকে এ অবস্থার জন্য দায়ী করা হয়েছে। দাবানলের সূত্রপাত হয় মঙ্গলবার সকালে মার্সেইয়ের উত্তরে, যেখানে মহাসড়কে একটি গাড়িতে আগুন ধরে গেলে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৯ জন দমকলকর্মী এবং ২২ জন পুলিশ সদস্য রয়েছেন।