ভারতের ওড়িশা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান সোমবার রাত থেকে শুরু হয়ে, রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ বসবাসকারী সন্দেহভাজনদের শনাক্ত ও আটক করা হয়েছে।
ঝাড়সুগুদা জেলায় ৪৪৪ জন বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই এলাকায় বসবাস করছিলেন এবং শিল্প প্রতিষ্ঠান, খনি, নির্মাণ ও গৃহসজ্জার কাজের মতো বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। এছাড়াও জগৎসিংহপুর থেকে পৃথক অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়েছে, যারা দুই সপ্তাহ আগে প্যারাদ্বীপে প্রবেশ করেছিলেন।
ওড়িশা রাজ্যের উত্তরাঞ্চলীয় পুলিশের মহাপরিদর্শক হিমাংশু কুমার লাল জানিয়েছেন, আটককৃতদের নথিপত্র যাচাইয়ের জন্য রাজ্যের একটি বিশেষ আটককেন্দ্রে রাখা হয়েছে এবং যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়সুগুদার পুলিশ সুপার স্মিত পারমার জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ অভিবাসীদের শনাক্তের জন্য রাজ্যে একটি বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) গঠন করা হয়েছে, যা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজনদের শনাক্ত করেছে।
ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি ওড়িশার প্রত্যেক জেলায় আটককেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে, যার ভিত্তিতে রাজ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও আটক অভিযান জোরদার করা হয়েছে। গত ২৯ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে বসবাসকারী ১৮ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে কেন্দ্রপাড়া পুলিশ।
এর আগে মার্চে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিধানসভায় জানান, রাজ্যে মোট ৩ হাজার ৭৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত হয়েছে, যার মধ্যে কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর, মালকানগিরি, ভাদ্রা, নবরংপুর ও ভুবনেশ্বরের বিভিন্ন এলাকায় অবৈধ বসবাস ছিল।
আপনার মতামত লিখুন