গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরও ষড়যন্ত্র থেমে নেই। পরিকল্পিতভাবে চেষ্টা চলছে যাতে দেশে গণতন্ত্রের উত্তরণ না ঘটে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে’ ছাত্রদল আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে, কারণ তিনি একজন জাতীয় নেতা। তাঁকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি দাবি করেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা তা জানা নেই। ২০ হাজার নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এসবের পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং একবারের জন্যও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপিকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তারা চায় বিএনপি উত্তেজিত হয়ে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুক, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না। তিনি আরও বলেন, লন্ডনে নির্বাচনের আশ্বাস দেওয়া বৈঠকের পর থেকেই চক্রান্তকারীরা সক্রিয় হয়ে উঠেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হবেন না, এবং কোনো ফাঁদে পা দেবেন না।

তিনি মনে করেন, ১৯৭১ ও ১৯৯০ এর পর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই বিজয়ের কৃতিত্ব ব্যক্তি বা দল নয়, দেশের সাধারণ মানুষের। কারণ সবাই রাজপথে নেমেছিলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই ছিল সবার লক্ষ্য। তিনি জানান, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন, কিন্তু তাঁদের নাম এখনও গেজেটেড হয়নি। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। পাশাপাশি যেসব আহত নেতাকর্মী এখনো কোনো সহযোগিতা পাননি, তাদের ব্যাপারে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।