গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ফরিদপুরসহ দেশের অন্যান্য জেলায় পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং এসব জেলায় নতুন তারিখ পরে জানানো হবে। সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে হামলার বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনের অনুমতি ও নিরাপত্তার মধ্যে দিয়ে গোপালগঞ্জে পদযাত্রা আয়োজন করা হয়েছিল। তা সত্ত্বেও আওয়ামী লীগ ও ‘মুজিববাদী’ সমর্থকরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়।
তিনি দাবি করেন, গোপালগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙে এনসিপি প্রমাণ করেছে যে সেখানে আওয়ামী লীগের বাইরে অন্য রাজনৈতিক দলও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারে। তার মতে, সমাবেশের আগে ও পরে একাধিকবার এনসিপির কর্মীদের ওপর আক্রমণ হয়েছে, যা স্পষ্টভাবে হামলার পূর্বপরিকল্পনার ইঙ্গিত দেয়।
নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা প্রশংসনীয় ছিল। একই সঙ্গে তিনি গোপালগঞ্জে সংঘটিত হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, বুধবার এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। পরিস্থিতি অবনতির কারণে পরে সেখানে সেনা মোতায়েন করা হয় এবং সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে খুলনায় ফিরে আসেন।
আপনার মতামত লিখুন