গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উদ্বেগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়েছে। সমাবেশস্থলে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। সমাবেশ শেষে এনসিপি নেতৃবৃন্দকে লক্ষ্য করে আবারও হামলা করা হয়। রাস্তায় পুলিশ ও এপিবিএনের সঙ্গে ছাত্রলীগ-আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষ ঘটে, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং পুলিশ পাল্টা জবাব দেয়।
এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি পোস্ট করেছেন, যার শিরোনাম ‘গোপালগঞ্জে কী হচ্ছে?’ তিনি লেখেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ এবং এনসিপির নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সহায়তা চেয়েছিলেন, যা তাদের সাংবিধানিক অধিকার।
তবে বর্তমানে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তিনি দ্রুত সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, না হলে ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে। তিনি স্থানীয় জনগণকে অশান্তি থেকে বিরত থাকার পাশাপাশি শান্তিপ্রিয় ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন