গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা, নেতাকর্মীরা পুলিশ সুপার কার্যালয়ে নিরাপদ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ

গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে রাখেন।
এনসিপির নেতারা জানান, তাদের গাড়িবহরের একটি অংশে এই হামলা হয়েছে, আর গাড়িবহরের অন্য অংশ মাদারীপুরের দিকে যাত্রা করছে। তারা ওই অংশেও হামলার আশঙ্কা প্রকাশ করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন