জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জামায়াতে ইসলামী’র নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের ৭টি প্রস্তাব

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জামায়াতে ইসলামী’র নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের ৭টি প্রস্তাব

বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত আকারে সুনির্দিষ্ট সাতটি প্রস্তাব জমা দিয়েছে, যার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া ও শর্তাবলী নির্ধারণের দাবি জানানো হয়েছে। নিচে জামায়াতের দেওয়া ৭টি মূল প্রস্তাব সংক্ষেপে দেওয়া হলো—

১. ৪৮ ঘণ্টার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন:
সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৫-৩০ দিন আগে অথবা সংসদ ভেঙে গেলে সর্বোচ্চ ২৪-৪৮ ঘণ্টার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২. প্রধান উপদেষ্টা নিয়োগের তিনটি প্রস্তাব:

  • প্রস্তাব-১: প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সমন্বয়ে প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠন; প্রধান বিচারপতি সভাপতি থাকবেন।
  • প্রস্তাব-২: জাতীয় সংসদের স্পিকারের তত্ত্বাবধানে ১০ সদস্যের বাছাই কমিটি গঠন; স্পিকার সভাপতিত্ব করবেন। এই কমিটি তিন দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন করবে। প্রয়োজনে ১৩ সদস্যের তালিকা থেকে একজন নির্বাচন করে রাষ্ট্রপতিকে সুপারিশ করবে।
  • প্রস্তাব-৩: যদি উপরোক্ত দুটি প্রস্তাবে একমত না হওয়া যায়, তাহলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করা হবে, তবে রাষ্ট্রপতিকে রাখার অপশন বাদ দেওয়া হবে।

৩. উপদেষ্টাদের নিয়োগ:
প্রধান উপদেষ্টা নিয়োগের পর ১০-১৫ জন উপদেষ্টার নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে, যারা মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

৪. মেয়াদ অবসান ব্যতীত সংসদ ভাঙার ক্ষেত্রে:
সংসদ ভাঙার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় উপরে বর্ণিত প্রস্তাবগুলোর মধ্য থেকে যেটি গ্রহণযোগ্য হবে, তার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে।

৫. পদমর্যাদা:
প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমমানের পদমর্যাদা পাবেন এবং উপদেষ্টারা মন্ত্রীর সমমানের সুবিধা ভোগ করবেন।

৬. দায়িত্ব ও এখতিয়ার:
সংবিধান ও আইনের বিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার ও মেয়াদ নির্ধারণ করা হবে।

৭. নির্বাচনের সময়সীমা:
তত্ত্বাবধায়ক সরকার ১২০ দিনের মধ্যে জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করবে; প্রয়োজনে মেয়াদ ৬০ দিন বাড়ানো যাবে।