ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান দুলুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ
ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান দুলুর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সকল রাজনৈতিক দলকে এক হওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুর উপশহর এলাকায় দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, যার যার এলাকায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হবে, যাতে তারা বাংলাদেশের মাটিতে আর জায়গা না পায়। এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, গত ৫০ বছরে কেউ তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেনি— এমনকি শেখ হাসিনাও নয়। অথচ এখন তাঁকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, তাঁর ছবি অবমাননা করা হচ্ছে। জিয়াউর রহমান সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

তারেক রহমানের প্রসঙ্গে দুলু বলেন, গত ১৭ বছর ধরে তাঁর নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে। আজ তাকেও কটূক্তির শিকার হতে হচ্ছে, যার ফলে ছাত্র ও যুব সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং সারা দেশে মানুষ জেগে উঠেছে। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, যাকে জনগণ চাইবে, তিনিই হবেন প্রধানমন্ত্রী— তিনি নিজে প্রধানমন্ত্রী হতে চাননি, বরং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে দুলু বলেন, ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া না দিতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে একটি প্রকৃত সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি মহল্লায় পাহারা বসাতে হবে, যেন ফ্যাসিবাদ আর মাথা না তোলে। তিনি দলের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান।

সমাবেশ শেষে আলাইপুর উপশহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম। আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ যুবদলের নেতৃবৃন্দ।