বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও মিটফোর্ড হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিল নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার ডা. জাহিদুল কবির জাহিদ বলেন, “যারা বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে, তারা গণতন্ত্রের শত্রু। কিছু চক্র পরিকল্পিতভাবে রাজনীতিকে ভিন্ন পথে নেওয়ার ষড়যন্ত্র করছে। বিএনপি ফিনিক্স পাখির মতো—প্রতিবারই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে নির্বাচন ও ভোটাধিকার রুদ্ধ করতে চাইছে, কিন্তু বিএনপি তাদের কখনো সফল হতে দেবে না।”
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন বলেন, “ছাত্র-জনতা একসময় ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করেছিল; পুনরায় যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদের লড়াই চলবে।”
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহসভাপতি ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, “তারেক রহমান তরুণদের কর্মসংস্থানের পরিকল্পনা করছেন, আর সেই সময়ই ষড়যন্ত্রকারীরা অপপ্রচারে মেতে উঠেছে। ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”
সমাবেশটি সঞ্চালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মো. তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, দেওয়ান রেজা মজিদ, তছির আলী, মিসবাহ আহমদ জেহীন, জাকারিয়া মো. সালাউদ্দিন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, মেহেদী হাসান সপু, বিমল দেবনাথ, রায়হান উদ্দিন রাজু, ইকবাল হোসেন, মো. সামাদ হোসেন, সেলিম মিয়া, গোলাম মোস্তফা, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশী, সোবহান আজাদ, কাউছার আহমদ রকি, কামরুজ্জামান দিপু, আমজাদ হোসেন, রাসেল মিয়া, হোসেন আহমদ রুহুল, মুন্না ঘোষ, তোফায়েল আহমদ তুহিন, নুরুল হক মাছুম, সোলেমান খা, আব্দুস সালাম আজাদ, এস এম সাগর হাসান, ফাহাদ ফরহাদ চৌধুরী সৈকত, শফিকুল ইসলাম, ফজল রানা, হুসেন তালুকদার, ছয়েফ আহমদ, রিমন আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন