বিএনপির রুহুল কবির রিজভীর বক্তৃতা: ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংবিধানে অন্তর্ভুক্তি বিএনপির গৌরব, অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দিবে দল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযুক্ত করেছে বিএনপি। সেই দল ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হলে এর প্রতিক্রিয়া আপনাদের ওপরই ফিরে আসবে।”
মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, “মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপি অপরাধীদের রক্ষা করে না।”
তিনি জিয়াউর রহমানের অনুকম্পায় ইসলামী দলগুলো রাজনীতিতে আসার কথা উল্লেখ করে বলেন, “আজ অনেকেই তারেক রহমান ও বিএনপিকে টার্গেট করছেন, কিন্তু বিএনপি কখনো পথভ্রষ্ট হয়নি। দেশনেত্রী খালেদা জিয়া জনগণের সঙ্গে করা ওয়াদা থেকে একচুলও পিছিয়ে যাননি।”
রিজভী ভোটাধিকার বঞ্চিত জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে ১৬ বছর ধরে লড়াই চালিয়ে আসার কথা উল্লেখ করে বলেন, “আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজন করতে হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও অন্যান্যরা।
রুহুল কবির রিজভী শহীদ ১০ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।
আপনার মতামত লিখুন