বিএনপি পিআর পদ্ধতি গ্রহণে অনিচ্ছুক, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐকমত্য হয়নি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কোনোভাবেই প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চায় না। এছাড়া দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়নি বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান সালাহউদ্দিন। তিনি বলেন, বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে দুটির ওপর বেশি মনোযোগ দেওয়া হয়। একটিতে ছিল দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে বিষয়টি।
সালাহউদ্দিন জানান, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে বেশিরভাগ দল একমত হলেও তার গঠন ও কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। বিএনপির অবস্থান স্পষ্ট: তারা আগের মতোই ৩১ দফার ভিত্তিতে একটি ১০০ আসনের উচ্চকক্ষ চান, যেখানে দেশের বিভিন্ন সেক্টর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে।
তবে দীর্ঘ আলাপ-আলোচনার পর অনেক দল দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তাকেই স্বীকার করেনি।
সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিএনপি পিআর পদ্ধতি চান না। এছাড়া ঐকমত্য কমিশনের সভায় সংবিধান সংশোধনী সম্পর্কেও আলোচনা হয়েছে।
আপনার মতামত লিখুন